Press "Enter" to skip to content

ঢাকার শনিরআখড়ায় ব্রিজ ভেঙে খাদে ট্রাক

রাজধানী ঢাকার শনিরআখড়ায় সিমেন্টসহ একটি ট্রাক স্টিলের ব্রিজ ভেঙে খাদে পড়ে গেছে। এতে শনিরআখড়া-দোলাইরপাড় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার সকাল ৮টার দিকে শনিরআখড়া-দোলাইরপাড় সড়কে আরএস শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে (ঢাকা মেট্রো-ট ২০-৫৪৮২ নম্বর) ট্রাকটি ২০০ বস্তা সিমেন্টসহ ডিএনডির মৃধাবাড়ি ডিএল-৪ খালের ওপর দিয়ে দনিয়া যাচ্ছিল।

শনিরআখড়া-দোলাইরপাড় সড়কের আরএস শপিং কমপ্লেক্সের সামনে ব্রিজের ওপর ট্রাকটি ওঠামাত্রই ভেঙে খাদে পড়ে যায়। এরপরই সেখান দিকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।