Press "Enter" to skip to content

ডিএসসিসি’কে ১০০.৫ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

রাজধানীর পাশ্ববর্তী চারটি এলাকার অবকাঠামোগত উন্নয়নসহ বাসযোগ্য উপশহর গড়তে বিশ্বব্যাংক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ১০০.৫ মিলিয়ন ডলার আর্থিক সহযোগিতা দেবে।

এলাকাগুলো হলো কামরাঙ্গির চর, লালবাগ, সুত্রাপুর-নয়াবাজার-গুলিস্তান, খিলগাঁ-মুগদা-বাসাবো।

প্রকল্পের আওতায় এসব এলাকার এক মিলিয়ন জনগণ প্রত্যক্ষ সুবিধা ভোগ করবেন।

আজ রাজধানীর শেরে বাংলা নগরস্থ একনেক ২ এর সম্মেলন কক্ষে এ ব্যাপারে এক চুক্তি সই হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব জাহিদুল হক ও বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডাইরেক্টর জাহিদ হোসেন নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সমিতির আওতায় আগামী ৩০ বছরের মেয়াদে শতকরা শুন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জে ও ১ দশমিক ২৫ শতাংশ সুদে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রকল্পের আওতায় চারটি এলাকায় নাগরিক সুবিধা বাড়ানো ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

শেয়ার অপশন:
Don`t copy text!