Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ১১:৩৬ ঢাকা, মঙ্গলবার  ১৩ই নভেম্বর ২০১৮ ইং

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেনে অবনতি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দরপতনের পর মূল্যসূচক ফের ঘুরে দাঁড়িয়েছে। সব ধরনের মূল্যসূচক বেড়েছে। তবে শেয়ার লেনদেন আজও কমেছে।
ডিএসইতে আজ ৩১৯ টি কো¤পানির ১১ কোটি ৫০ লাখ ৭২ হাজার ২৭ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৯৩ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৬৪৫ টাকা। যা আগের দিনের চেয়ে ৩ কোটি ২৯ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯.৫৩ পয়েন্ট বেড়ে ৪৫৬০.৪২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০.৪৯ পয়েন্ট বেড়ে ১৭২৯.৬৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ৫.৮৩ বেড়ে ১১০১.১০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৯ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৬৮ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো: এ্যাপোল ইস্পাত, স্কয়ার ফার্মা, ফু-ওয়াং সিরামিক, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, অলটেক্স ইন্ডাঃ, আইটিসি, এমারেল্ড অয়েল, ইউনাইটেড পাওয়ার ও কেপিসিএল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: এপেক্স স্পিনিং, জিকিউ বলপেন, এপেক্স ফুডস, ফু-ওয়াং সিরামিক, জেমিনি সী ফুড, রেনউইক যজ্ঞেশ্বর, কোহিনুর কেমিক্যাল, টু-হাই, ওয়াটা কেমিক্যাল ও লিব্রা ইনফিউশন্স ।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: ঢাকা ডাইং, জুট স্পিনারস, বিডি অটোকারস, মর্ডাণ ডাইং, তিতাস গ্যাস, ডেফোডিল কম্পিউটার, ট্রাষ্ট ব্যাংক ১মি.ফা., রহিমা ফুড, বঙ্গজ ও সুহৃদ ইন্ড্রা.।