dse bd
ফাইল ফটো

ডিএসইতে লেনদেন বাড়লেও সূচকের নিম্নগতি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। তবে সব ধরনের মূল্যসূচক এদিন কমেছে।
ডিএসইতে আজ ৩২০ টি কো¤পানির ১৫ কোটি ৭ লাখ ২৫ হাজার ৯৪২ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪২৭ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৭৮ টাকা। যা আগের দিনের চেয়ে ৯ কোটি ৯ লাখ টাকা বেশি। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩১.৮১ পয়েন্ট কমে ৪৬২৬.১৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৫৯ পয়েন্ট কমে ১৭৫০.৪৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ১.৫৭ কমে ১১১৫.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২০ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৫০ টির, কমেছে ১২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টি কোম্পানির শেয়ার।  লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:এমারেল্ড অয়েল, ইউনাইটেড পাওয়ার, অলটেক্স ইন্ডাঃ, সিএনএ টেক্স, আইটিসি, ইফাদ অটোস, ঢাকা ডাইং, সিএমসি কামাল ইউনাইটেড এয়ার ও সাইফ পাওয়ার। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- অলটেক্স ইন্ডা, সানলাইফ ইন্সুঃ, নর্দান জুট, ইস্টার্ন লুব্রিকেন্টস, জেমীনি সী ফুড, সিএমসি কামাল, বিডি কম, সুহৃদ ইন্ডাঃ, তাল্লু স্পিনিং ও ঢাকা ডাইং। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ৫ম আইসিবি, শমরিতা হাসপাতাল, এসইএম লেকচার, ৬ষ্ঠ আইসিবি, শ্যামপুর সুগার, ভ্যানগার্ড এএমএল বিডি, ইউনাইটেড এয়ার, আজিজ পাইপস, কেডিএস এক্সেসরিজ ও রিলায়েন্স ইন্সুঃ।