dse bd
ফাইল ফটো

‘ডিএসইতে লেনদেন বাড়লেও সূচকের উন্নতি নাই’

দেশের প্রধান পুঁঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩২৪টি সিকিউরিটিজের ১০ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৯৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।যার মূল্য ৪৬৩ কোটি ২৮ লাখ ৭৬ হাজার ৩১৯ টাকা।

লেনদেন হওয়া সিকিউরিটিজসমূহের মধ্যে দাম বেড়েছে ১৪২ টির,কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

এদিকে, ডিএসইতে আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ০.৭০ পয়েন্ট বেড়ে ৪৫৬৯.১৩ পয়েন্ট, ডিএস-৩০ ইনডেক্স ৩.৬৩ পয়েন্ট কমে ১৭৮৫.৬৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ ইনডেক্স ১.১০ পয়েন্ট কমে ১১২১.১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি সিকিউরিটিজ হলো:বিএসআরএম স্টিল,তিতাস গ্যাস সিভিও পেট্রো কেমিক্যাল, ডেল্টা ব্র্যাক হাউজিং, বিএসআরএম লিঃ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোং,এ্যাকমী ল্যাব, ন্যাশনাল পলিমার, এমজেএল বাংলাদেশ ও বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি সিকিউরিটিজ হলো:বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম,অ্যাম্বী ফার্মা,দেশ গার্মেন্টস, এপেক্স স্পিনিং,ইস্টার্ন লুব্রিকেন্টস,অলটেক্স ইন্ডাস্ট্রিজ,এনভয় টেক্সটাইল,সিভিও পেট্রো কেমিক্যাল,কেডিএস এক্সেসরীজ ও মিথুন নিটিং।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি সিকিউরিটিজ হলো: ফারইস্ট লাইফ ইন্সুরেন্স,এক্সিম ১ম মিউচ্যুয়াল ফান্ড, রেনউইক যজ্ঞেশ্বর, এইচআর টেক্সটাইল, মডার্ন ডাইং, মুন্নু স্টাফলার, রিলায়েন্স-ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, সানলাইফ ইন্সুরেন্স,ইস্টার্ন কেবলস ও ন্যাশনাল টিউবস।