Press "Enter" to skip to content

ডিএসইতে লেনদেন ও সূচকের উন্নতি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ শেয়ার লেনদেন ও সব ধরনের মূল্যসূচক আগের কার্যদিবসের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
ডিএসইতে আজ ৩২০ টি কো¤পানির ১৭ কোটি ৬৫ লাখ ৮৪ হাজার ৩৯৯ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।মোট লেনদেনের পরিমাণ ৬৫৫ কোটি ৭৪ লাখ ৬ হাজার ৫০৮ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৭ কোটি ২৬ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৬.৫৫ পয়েন্ট বেড়ে ৪৬৭৯.৮১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০.৯১ পয়েন্ট বেড়ে ১৭৭৪.৯৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ১০.৩৪ বেড়ে ১১২৮.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২০ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২০২ টির, কমেছে ৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো- ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো লিঃ, বেক্সিমকো ফার্মা, এমারেল্ড অয়েল, ইফাদ অটোস, কেপিসিএল, কেডিএস এক্সেসরিজ, বিডি থাই, সামিট পাওয়ার ও আল-আরাফা ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, অলটেক্স, গোলডেন হ্যার্ভেস্ট, আর্গন ডেনিম, এমারেল্ড অয়েল, গ্লোবাল হ্যাবি, এনটিসি, বিডি থাই, স্ট্যান্ডার্ড সিরামিক ও প্রিমিয়ার সিমেন্ট।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- আরএন স্পিনিং, সিমটেক্স, মেঘনা পিট, জনতা ইন্স্যুরেন্স, জিলবাংলা সুগার মিলস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মিরাকল, মডার্ণ ইন্ড্রা., ওয়েস্টার্ণ মেরিন ও ফু-ওয়াং সিরামিক।

শেয়ার অপশন:
Don`t copy text!