dse bd
ফাইল ফটো

ডিএসইতে বেড়েছে সূচক, কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। একইসঙ্গে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দর। তবে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ডিএসইতে আজ মোট ৩২২টি সিকিউরিটিজের ১৬ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৮১০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার মূল্য ৪৮৮ কোটি ৯১ লাখ ১৮ হাজার ২৫৯ টাকা।লেনদেন হওয়া সিকিউরিটিজসমূহের মধ্যে দাম বেড়েছে ১২৮ টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের ৯.৬৮ পয়েন্ট বেড়ে ৪৭২৩.৭৩ পয়েন্ট, ডিএস-৩০ ইনডেক্স ০.৭৪ পয়েন্ট বেড়ে ১৭৮৪.৫৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ ইনডেক্স ১.৩১ পয়েন্ট বেড়ে ১১৩১.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি সিকিউরিটিজ হলো : বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মবিল যমুনা বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বিডি, স্কয়ার ফার্মা, বিএসআরএম লি., খান ব্রাদার্স পিপি, বিএসআরএম স্টিল ও অ্যাক্টিভ ফাইন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি সিকিউরিটিজ হলো : ইভেন্স টেক্সটাইল, জেমীনি সী ফুড, স্ট্যান্ডার্ড সিরামিকস, ইনটেক অনলাইন, প্যারামাউন্ট টেক্সটাইল, গ্লোবাল হেভী, মেঘনা লাইফ ইন্সুরেন্স, বঙ্গজ লিঃ, সোশ্যাল ইসলামি ব্যাংক ও খান ব্রাদার্স পিপি।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি সিকিউরিটিজ হলো : ইস্টার্ন হাউজিং লি., জুট স্পিনার্স, ইয়াকিন পলিমার, সাভার রিফ্রেক্টরীজ, মিরাকেল ইন্ডা., ইস্টার্ন ইন্সুরেন্স, অ্যাপেক্স স্পিনিং, পাওয়ার গ্রীড, জিবিবি পাওয়ার ও বার্জার পেইন্ট।