Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ১১:১৫ ঢাকা, সোমবার  ১৯শে নভেম্বর ২০১৮ ইং

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্রাম্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

ডোনাল্ড জে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকালের নির্বাচনে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

নির্বাচিত প্রেসিডেন্টকে আজ প্রেরিত এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্পের এই বিজয়ে প্রমাণিত যে যুক্তরাষ্ট্রের জনগণ ও বিশ্বমানবতার সেবা করতে তিনি একজন অনন্য নেতা।

দু’দেশের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় স্বার্থের আরো উন্নয়ন এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলা ও শান্তিপূর্ণভাবে সমৃদ্ধি অর্জনে ট্রাম্পের সঙ্গে কাজ করতে তিনি তাকিয়ে আছেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাঁর আস্থা প্রকাশ করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে।

শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন নিজে থেকে প্রত্যক্ষ করতে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী ম্যালানিয়া ট্রাম্পকে তাঁদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় নব-নির্বাচিত প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘ ও সুখী জীবন এবং যুক্তরাষ্ট্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।