Press "Enter" to skip to content

টেকনাফে পাহাড় ধসে নিহত ২

ভারী বৃষ্টির পর সৃষ্ট পাহাড়ধসে কক্সবাজারের টেকনাফে আজ সকালে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

নিহতদের মধ্যে মেহেদী হাসানের (৮) বাবার নাম রবিউল আলম মুন্না ও আলিফার (৫) বাবার নাম মোহাম্মদ আলম। টেকনাফ পৌরসভার পল্লানপাড়া এলাকায় তাদের বাড়ি।

টেকনাফ থানা জানিয়েছে, বৃষ্টির পর সকাল ছয়টার দিকে পাহাড় থেকে মাটি ধসে বাড়ির ওপর পড়ায় সেখানেই দুই শিশুর মৃত্যু হয়। এতে দুই পরিবারের আরও ১০ জন আহত হন।

উল্লেখ্য, গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে। যেকোনো সময় আবারও ধস নামতে পারে। এই অবস্থায় পাহাড়ের পাদদেশে যাদের বাড়ি রয়েছে তারা ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে।