Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ১০:৫৬ ঢাকা, বৃহস্পতিবার  ১৫ই নভেম্বর ২০১৮ ইং

রোহিঙ্গাবাহী নৌকাডুবি
নৌকাডুবির ফাইল ফটো

টেকনাফে আবারো রোহিঙ্গাবাহী নৌকাডুবি

কক্সবাজারের টেকনাফে আবারো রোহিঙ্গাদের বহনকারী আরও একটি নৌকা ডুবে গেছে। শিশুসহ ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে ৩০ জন।

দুপুর পর্যন্ত ১০ জনের মৃতদেহ ও ২১জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন টেকনাফ থানায় দায়িত্বরত কর্মকর্তা এস আই সালেহ আহমেদ।

টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ডাঙ্গাপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরও অন্তত ৩০ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে অনেকেই শিশু।

পুলিশ জানাচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে তারা ভোররাতের দিকে ওই নৌকা ডুবির সংবাদ পান।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

গত ২৫শে অগাস্ট রোহিঙ্গাদের বাংলাদেশের আসার ঢল শুরু হওয়ার পর এ পর্যন্ত নাফ নদী ও সাগরে অন্তত ২৬টি নৌকা ডুবির ঘটনায় নিহত হয়ে প্রায় দুশো রোহিঙ্গা।

জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার হিসেব মতে মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের মুখে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি ২৫শে অগাস্টের পর থেকে বাংলাদেশে এসেছে।

আরো পড়তে পারেন

“খুঁচিয়ে আমার দু’চোখ তুলে নেয় পুলিশ”
আমার প্রস্তাবে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী