Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ১১:৫৬ ঢাকা, সোমবার  ১৯শে নভেম্বর ২০১৮ ইং

স্কুলছাত্রী ট্রাকচাপায় নিহত

টাঙ্গাইলে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, বিক্ষোভ

টাঙ্গাইলের সখীপুরে পেছন থেকে ট্রাকচাপায় দশম শ্রেণির ছাত্রী সাদিয়া জাহান নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া জাহান (১৫) উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও বেলতলী গ্রামের আজহারুল ইসলামের মেয়ে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

জানা যায়, সাদিয়া ওই পথে নানী বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে একটা ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে জানান।

ট্রাকটি জব্দ করা হয়েছে। হেলপারকে আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছেন চালক। তাকে আটকের চেষ্টা চলছে।