Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ১১:৫৫ ঢাকা, মঙ্গলবার  ২০শে নভেম্বর ২০১৮ ইং

ফাইল ফটো

জয়লাভ করতে পারবে না এটা জানে বিএনপি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, পৌর নির্বাচনে জয়লাভ করতে পারবে না এটা বিএনপি জানে।
তিনি বলেন, জনবিরোধী কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের প্রত্যাখান করে আসছে। নিজেদের পরাজয়ের আশঙ্কায় তফসিল ঘোষণার পরপরই প্রতিদিন বিএনপি একেকটা অভিযোগ করে আসছে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাম্যবাদী দলের আয়োজনে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন শুরু হলো না, তফসিল ঘোষণার পরপরই প্রতিদিন বিএনপি একেকটা অভিযোগ করে আসছে। মাঠে খেলা শুরুই হলো না, আগেই ফাউলের অভিযোগ। এটা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।
বিএনপির সঙ্গে ঐক্যের বিষয়ে হানিফ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সঙ্গে ঐক্য হতে পারে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের সঙ্গে নয়। বিএনপি ইতিমধ্যে নিজেদের যুদ্ধাপরাধীদের দল হিসেবে প্রমাণ করেছে। তাদের সঙ্গে কোনোভাবেই ঐক্য সম্ভব নয়।