Press "Enter" to skip to content

জো কক্সের শেষ কথা: ‘আমার প্রচন্ড বেদনা হচ্ছে’

ঘাতকের গুলিতে মারা যাওয়ার আগে বৃটিশ এমপি জো কক্সের শেষ কথা ছিল, আই অ্যাম ইন টু মাচ পেইন। অর্থাৎ প্রচণ্ড বেদনা হচ্ছে আমার। স্কাইনিউজকে এ কথা বলেছেন জো কক্সের সহকারী ফজিলা আসওয়াতের পিতা গুলাম মনির।

তিনি বলেছেন, জো কক্সের ওপর হামলা হলে দ্রুত সেখানে দৌড়ে যায় ফজিলা আসওয়াত। তিনি জোকে সেবা দেয়া শুরু করে। এ সময় ফজিলা তাকে বলে, কাম অন জো। অর্থাৎ ফিরে এসো জো। জবাবে জো কক্স বলেন, নো সরি জিলা। আই অ্যাম ইন টু মাচ পেইন। অর্থাৎ দুঃখিত (ফ)জিলা। আমার প্রচন্ড বেদনা হচ্ছে।

গুলাম মনির বলেন, জো কক্সকে সেবা দিলেও তার মেয়ে শারীরিক কোন ক্ষতির শিকার হয় নি। সে শুধু তার হ্যান্ডব্যাগ দিতে ঘাতককে আঘাত করার চেষ্টা করেছে। কিন্তু একটি হ্যান্ডব্যাগ দিয়ে কিই বা করা যায় তাতো আপনারা জানেনই। এ সময় ঘাতক তাকে শুধু একটি ছুরি দেখিয়েছে। তবে তার কোন ক্ষতি করে নি। এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন গুলাম মনির। তিনি জো কক্সকে নিজের ছোট মেয়ের মতো দেখতেন। তিনি বলেন, তার স্মৃতি আমার কাছে চিরদিন অবিস্মরণীয় হয়ে থাকবে।

Don`t copy text!