Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৭:১৬ ঢাকা, মঙ্গলবার  ১৩ই নভেম্বর ২০১৮ ইং

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু,ফাইল ফটো

‘জুমার খুতবার আলোচনার বিষয়ে মনিটরিং করা হবে’

জুমার নামাজের খুতবা নজরদারি করবে সরকার। এছাড়া খুতবায় কী কী বিষয়ে আলোচনা করা হয় সেগুলোও মনিটরিং করা হবে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে শেষে কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সংবাদ ব্রিফংয়ে এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, প্রতি শুক্রবার জুমার নামাজের বয়ান নজরদারি করা হবে। আর যারা খুতবা পড়াবেন, তারা যেন প্রকৃত ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেন, সে বিষয়টিও দেখা হবে।

আমু আরও বলেন, একদল লোক ধর্মের নামে জঙ্গি হামলা চালিয়ে প্রকারান্তরে ধর্মকেই আঘাত করছে। ধর্মের অপব্যবহার করে যে অপকর্মগুলো ঘটানো হচ্ছে সে ব্যাপারে শুক্রবারের খুতবায় ইমামদের বলতে হবে।

প্রসঙ্গত, দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে আইন-শৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভার এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

FOLLOW US: