শিশু জিহাদ উদ্ধার তৎপরতা নিয়ে অবহেলার অভিযোগ এনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছেন বিক্ষুব্ধ জনতা।
শনিবার বেলা তিনটার দিকে শাহজাহানপুরে ওয়াসার পানির পাইপের ভেতর থেকে শিশু জিহাদকে উদ্ধারের পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এসময় শত শত মানুষ উদ্ধার কাজে সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য তাদের শাস্তি দাবি করে শ্লোগান দিতে থাকেন।