Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ৩:৫৮ ঢাকা, বুধবার  ২১শে নভেম্বর ২০১৮ ইং

জাপানে প্রবল বর্ষণে নদীর তীর ভেঙ্গে ব্যাপক বন্যা

জাপানের একটি নগরী বৃহস্পতিবার বন্যার পানিতে তলিয়ে গেছে। নদীর তীর ভেঙ্গে যাওয়ায় এ বন্যার সৃষ্টি হয়। এতে বিভিন্ন ঘরবাড়ি ও গাড়ি পানিতে নিমজ্জিত এবং সাহায্যের জন্যে অপেক্ষা করছে হাজার হাজার বাসিন্দা। যদিও তাদের অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে, টোকিও’র উত্তরাঞ্চলীয় জোসো নগরীতে কিননুগাওয়া নদীর উপচেপড়া পানি ঢুকছে। উল্লেখ্য, এ নগরীতে প্রায় ৬৫ হাজার লোক বসবাস করে।