Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ৪:০২ ঢাকা, মঙ্গলবার  ১৩ই নভেম্বর ২০১৮ ইং

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৪তম বিজয় দিবস পালন উপলক্ষে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
স্মৃতিসৌদ্ধ বেদীতে ফুলদিয়ে শ্রদ্ধা জানানোর সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলের পক্ষ থেকেও বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
সাভারে পুষ্পস্তবক অর্পণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন অংশীদারদের প্রতিনিধি এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

FOLLOW US: