Sheersha Media

ব্রেকিং নিউজ

সন্ধ্যা ৭:২৭ ঢাকা, সোমবার  ১৯শে নভেম্বর ২০১৮ ইং

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান, ফাইল ফটো

জাতীয় নির্বাচনের আগে সিরিয়া ছাড়বে না তুরস্ক

সিরিয়ায় জনগণের অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত তুরস্ক দেশটি ছেড়ে আসবে না বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বৃহস্পতিবার এক ফোরামে তিনি বলেন, যখন সিরিয়ার লোকজন একটি নির্বাচনে অংশ নেবে। আমরা সিরিয়াকে তার মালিকের কাছে ছেড়ে দিয়ে চলে আসব।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উত্তর সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐকমত্য পোষণ করেন এরদোগান। যার সীমানা হবে ১২ থেকে ১৫ কিলোমিটার।

তিনি বলেন, ইদলিবে মৌলবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে কোনো আলোচনায় বসে জটিলতায় যাবে না তুরস্ক।

ইদলিব জিহাদিদের সবচেয়ে শক্তিশালী জোট আল কায়েদা সংশ্লিষ্ট হায়াত আল তাহরির আল শামের যোদ্ধাদের সর্বশেষ ঘাঁটি। জাতিসংঘের সঙ্গে তাল মিলিয়ে যাদের গত আগস্টে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তুরস্ক।