Sheersha Media

ব্রেকিং নিউজ

বিকাল ৪:৩৫ ঢাকা, রবিবার  ১৮ই নভেম্বর ২০১৮ ইং

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

জঙ্গি-সন্ত্রাসীরা পিছু হটলেও হাল ছাড়েনি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের জঙ্গি-সন্ত্রাসীরা পিছু হটলেও হাল ছাড়েনি। শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনা সেটিই প্রমাণ করে।

তিনি রোববার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ড. জাফর ইকবালকে দেখে বেরুনোর সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘এ আক্রমণ এটাই প্রমাণ করল যে, তারা এখনো চক্রান্ত করেই যাচ্ছে। তাই জঙ্গি-সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের প্রশ্নে কোনো ছাড় দেয়া যায় না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে জাতির ঐক্যবদ্ধ থাকা এবং জঙ্গি-সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের সম্পূর্ণভাবে ধ্বংস করা উচিত’।