Sheersha Media

ব্রেকিং নিউজ

সন্ধ্যা ৭:০৯ ঢাকা, শনিবার  ১৭ই নভেম্বর ২০১৮ ইং

জঙ্গি অর্থায়ন: সিঙ্গাপুরে ৪ বাংলাদেশীর কারাদণ্ড

জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে গ্রেফতার চার বাংলাদেশীকে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। খরব দ্য স্ট্রেইট টাইমসের।

দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে (আইএসএ) চলতি বছরের এপ্রিলে তাদের গ্রেফতার করা হয়।

চার বাংলাদেশী হলেন- মিজান রহমান (৩১), রুবেল মিয়া (২৬), হাজি নুরুল ইসলাম সওদাগর ওরফে মো. জাবেথ কায়সার (৩১) ও ইসমাইল হাওলাদার ওরফে সোহেল হায়দার (২৯)।

এদের মধ্যে মূলহোতা মিজানুর রহমানকে পাঁচ বছর, সোহেল হায়দারকে দুই বছর এবং রুবেল ও জাবেথকে আড়াই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

এর আগে তাদের বিরুদ্ধে সিঙ্গাপুরে বসে বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ড চালানোর জন্যে অর্থ সংগ্রহের অভিযোগ আনা হয়। এরপর ৩১ মে আদালতে নিজেদের দোষ স্বীকার করলে তাদের বিরুদ্ধে ছয়টি অভিযোগপত্র দেয় পুলিশ।

তবে একই অভিযোগে গ্রেফতার অপর দুই বাংলাদেশী দৌলত জামান (৩৪) এবং লিয়াকত আলী মামুন নিজেদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আদালতে অস্বীকার করেন।