Press "Enter" to skip to content

ছাত্রদের নয়, আমার পদত্যাগ দাবি বিএনপির : নৌ-মন্ত্রী

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ছাত্ররা আমার পদত্যাগ চায়নি। জনগণও পদত্যাগ চায়নি। আমি পদত্যাগ করবো না। এটা বিএনপির দাবি। বিএনপির কথায় আমি পদত্যাগ করবো না। তবে জনগণ চাইলে আমি পদত্যাগ করবো।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এই কথা বলেন।

নৌ-মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বললে আমি পদত্যাগ করবো।

উল্লেখ্য, রোববার দুপুরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের হেসে হেসে কথা বলায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। এবং পরবর্তীতে মন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবিসহ ৯ দফা দাবি মিডিয়ার নিকট উত্থাপন করে আন্দোলনরত ছাত্ররা। সেখানে মন্ত্রির পদত্যাগের দাবি করে নি শিক্ষার্থীরা। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ ঘটনায় ইতিমধ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন। পাশাপাশি নিহত পরিবারের নিকট গিয়ে সান্তনা ও দুঃখ প্রকাশ করে এসেছেন। শাজাহান খান বলেছিলেন, আজকের বিষয়ের সঙ্গে এটি রিলেটেড নয়। মহারাষ্ট্রে এক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হলেও কোনও হৈ চৈ হয় না। অথচ বাংলাদেশে সামান্য কিছুতেই হই চই হয়।

Mission News Theme by Compete Themes.