Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৭:১৪ ঢাকা, বুধবার  ১৪ই নভেম্বর ২০১৮ ইং

চীনে নৌ দুর্ঘটনায় নিখোঁজ ২০

চীনের ইয়াংজি নদীতে পরীক্ষামূলক যাত্রার সময় একটি টাগবোট ডুবে বিদেশী নাগরিকসহ ২০ জনের বেশি লোক নিখোঁজ হয়েছে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বৃহস্পতিবার বিকেলে পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে নতুন এই জাহাজটি পরীক্ষামূলক যাত্রা শুরু করেছিল। জাহাজটিতে এর মালিক ও টেকনিশিয়ানরা ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ‘এই ঘটনায় এক সিঙ্গাপুরী ও এক জাপানী নাগরিক নিশ্চিতভাবে নিখোঁজ হয়েছেন এবং এক ফরাসী নাগরিকও নিখোঁজ হতে পারেন।’
এই ঘটনায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। খবর এএফপি’র।
প্রাদেশিক সরকার জানায়, নিয়ম অনুযায়ী জাহাজটি প্রয়োজনীয় পদ্ধতি ও কার্যপ্রণালী সম্পন্ন না করে এবং এর অবস্থা সম্পর্কে প্রথম রিপোর্টিং না করেই পরীক্ষামূলক যাত্রা শুরু করে।
গণমাধ্যম সংবাদে বলা হয়, ঝাংজিয়াংগাং নগরীতে এশিয়ার দীর্ঘতম নদীটির যে স্থান সবচেয়ে বিস্তৃত সেখানে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজদের সন্ধানে তল্লাশী অব্যাহত রয়েছে। পানি তীব্র ঠান্ডা ও প্রচন্ড ¯্রােতের কারণে অনুসন্ধান চালাতে উদ্ধারকর্মীদের কষ্ট হচ্ছে।