Sheersha Media

ব্রেকিং নিউজ

বিকাল ৫:৫৬ ঢাকা, মঙ্গলবার  ২০শে নভেম্বর ২০১৮ ইং

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপ করলো যুক্তরাষ্ট্র

চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ৫০ বিলিয়ন ডলার শুল্কারোপ করলো যুক্তরাষ্ট্র।

মেধাস্বত্ত্ব চুরির অভিযোগ তুলে আরোপিত এই শুল্ক আগামী ৬ জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

নতুন এই মার্কিন সিদ্ধান্তের কারণে চীনের আটশোরও বেশি প্রযুক্তিনির্ভর পণ্যের ওপর এর প্রভাব পড়বে।

যুক্তরাষ্ট্রের এই শুল্কারোপের কারণে চীন কোনো পাল্টা ব্যবস্থা নিলে নতুন করে আরও পণ্যের ওপর ১৬ বিলিয়ন ডলার শুল্কারোপের কথাও জানিয়েছে হোয়াইট হাউজ।

যদিও এরই মধ্যে চীন সমপরিমাণ পাল্টা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। আর এতে করে বাণিজ্যযুদ্ধের আশংকা বাড়ছে।

ওয়াশিংটন চায়, আমেরিকার পণ্যের ডিজাইন ও ধারণার অনুকরণে পণ্য উৎপাদনের চর্চা বন্ধ করুক বেইজিং।