এক নারী চিকিৎসক চট্টগ্রাম নগরীর সানমার ওসান সিটির সামনে থেকে বায়েজিদ কুঞ্জছায়া আবাসিক এলাকায় তার নিজের বাসায় যাওয়ার জন্য জামশেদ নামের এক চালকের অটোরিকশায় ওঠেন। মুরাদপুর এলাকায় যানজট থাকায় চালক বন গবেষণাগার এলাকা দিয়ে তাকে গন্তব্যে নিয়ে যাচ্ছিল ।
এরপর পথিমধ্যে নির্জন স্থানে অটোরিকশা থামিয়ে চিকিৎসকের শ্লীলতাহানির চেষ্টা করে চালক। এসময় ওই চিকিৎসক যাত্রী চিৎকার করলে স্থানীয়রা এসে চালক জামশেদকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর ষোলশহর বন গবেষণাগার এলাকায়।
গ্রেপ্তার মো. জামশেদ (৩৫) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামের হাটাহাজারি থানার নজু মিয়া হাট এলাকায় বাস করেন।
এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে ।