Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৮:৩৭ ঢাকা, সোমবার  ১৯শে নভেম্বর ২০১৮ ইং

চাঁদাবাজি: ‘র‌্যাব সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করলো র‌্যাব-১১’

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে চার সহযোগীসহ এক র‌্যাব সদস্যকে গ্রেফতার  করা হয়েছে।
র‌্যাব-১৩ এ কনস্টেবল পদে কর্মরত হুমায়ূন কবিরকে শনিবার দুপুরে গ্রেফতার করেন বাহিনীরই ১১ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা। তার সঙ্গে গ্রেফতার অন্যরা হলেন- মুন্সীগঞ্জের শাহিদা (৪৫) ও মো. আমজাদ (৩২) এবং রংপুরের মো. মাহবুব ইসলাম (৩০) ও মো. হাসানুজ্জামান (২৪) ।
র‌্যাব-১১ এর অধিনায়ক আনোয়ার লতিফ খান গণমাধ্যমকে বলেন, সোনারগাঁও উপজেলার মো. মহসিন নামে এক ব্যক্তির কাছ থেকে চার সহযোগীসহ হুমায়ূন চাঁদা হিসেবে এক লাখ টাকা আনতে গিয়েছিলেন। তখন তাদের গ্রেফতার করা হয়। হুমায়ূন এর আগে মহসিনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়েছেন। আজকে এক লাখ টাকা বুঝে নেয়ার কথা ছিল। ঘটনাটি জেনে র‌্যাব-১১ এর সদস্যরা সেখানে ওঁৎ পেতে ছিলেন। হাতেনাতে তাদের গ্রেফতারের পর সবাইকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।