Press "Enter" to skip to content

চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৩

চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে নগরীর আকবর শাহ থানার বরিশাল ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি থানার শান্তিরহাট গ্রামের নূর মোহম্মদের স্ত্রী নূর জাহান (৪০), তাদের মেয়ে ফজলুন্নেছা (৩) ও লক্ষ্মীপুরে জেলার মনসা গ্রামের আবদুল হকের মেয়ে বিবি জোহরা (৬৫)।

ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসু্দ্দী গণমাধ্যমকে জানান, শনিবার রাত থেকে প্রবল বৃষ্টি হচ্ছিল। গভীর রাতে আকবর শাহ থানার বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে মা ও মেয়েসহ তিনজন মাটি নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ভোর সাড়ে ৩টা নাগাদ মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে ভোর ৫টার দিকে বিবি জোহরার মরদেহ উদ্ধার করা হয়।

Mission News Theme by Compete Themes.