Press "Enter" to skip to content

চকবাজার আগুনে হতাহতদের জন্য দোয়ায় রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বাদ জুমা বঙ্গভবন জামে মসজিদে রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনে হতাহতদের জন্য আয়োজিত বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন।

নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থ্যতা কামনা করে আয়োজিত এ মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ ক্কারী মো. ইনামুল হক।

এ সময় দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

রাষ্ট্রপতির পুত্র রেদোয়ান আহাম্মদ তৌফিক এমপি, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সারোয়ার হোসেন, প্রেস সচিব মো. জয়নাল আবেদিনসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারিরা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার অপশন: