Like & Share করে অন্যকে জানার সুযোগ দিতে পারেন। দ্রুত সংবাদ পেতে sheershamedia.com এর Page এ Like দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন।
গ্রীসকে দেয়া আন্তর্জাতিক ঋণ সহায়তা তহবিলের মেয়াদ, আরও চার মাস বাড়াতে সম্মত হয়েছেন ইউরো জোনের অর্থমন্ত্রী।
তবে এর সাথে কিছু শর্তও বেঁধে দেয়া হয়েছে।
সময় বৃদ্ধির এই সুবিধা পেতে গ্রীসে পুনর্গঠনের একটি তালিকা আগামী সোমবারের মধ্যে অর্থ দাতাদের কাছ পৌঁছে দেবে বলে রাজি হয়েছে গ্রীস।
গ্রীসের সংকট নিরসনে বেলজিয়ামের ব্রাসেলসে বসা বৈঠকের পর অনেক কূটনৈতিক তৎপরতা শেষে চার মাস সময় বাড়ানোর এই সিদ্ধান্তটি এলো।
গ্রীসের বাজেটে ক্ষতিকর প্রভাব পড়ে এমন কোনও সিদ্ধান্ত না নিতে গ্রীস অনুরোধ করেছিল বলে জানিয়েছেন ইউরো গ্রুপের প্রেসিডেন্ট এরোন ডাইসেলব্লোম।
শুক্রবার রাতে একটি সংবাদ সম্মেলনে কথা বলছিলেন মি. ডাইসেলব্লোম।
মি. ডাইসেলব্লোম বলেছেন, মেয়াদ বাড়ানোর যে সিদ্ধান্তটি এসেছে সেটি একটি ইতিবাচক সিদ্ধান্ত।
গ্রীসকে দেয়া আন্তর্জাতিক ঋণ তহবিল নিয়ে আরও এক দফা আলোচনা করতে ব্রাসেলসে আবারও বসেছেন ইউরো জোনের অর্থমন্ত্রীরা।
কিন্তু এই বৈঠক যে খুব সহজ হবে না সে কথা সাংবাদিকদেরকে নিজেই বলেছেন এরোন ডাইসেলব্লোম।
গ্রীসে পুনর্গঠনের জন্য যে তালিকা চেয়েছে ইউরো গ্রুপ, সোমবারের মধ্যে সেই তালিকা প্রস্তুত করতে দিন-রাত ধরে অক্লান্ত কাজ করার কথা ঘোষণা দিয়েছেন গ্রীসের অর্থমন্ত্রী ইয়ানিস ভেরাফাকিস।
গ্রীসের অর্থ সংকট সমাধানে আন্তর্জাতিক যে সহায়তা গ্রীসকে দেয়া হয়েছিল সেটির সময় ছয় মাস বাড়ানোর জন্য চেষ্টা করছিল এথেন্স। বিবিসি