Press "Enter" to skip to content

গ্যাসের দাম বাড়ানোর গণশুনানি অবৈধ : মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর গণশুনানি একেবারেই অবৈধ ও গণবিরোধী। গ্যাসের দাম বাড়লে পরিবহন, বিদ্যুৎ ও পণ্য উৎপাদনসহ সকল খাতে ব্যয় বৃদ্ধি পাবে। যার প্রভাব জনগণের ঘাড়ে চেপে বসবে। এমনিতে জীবন যাত্রার ব্যয় বৃদ্ধিতে জনজীবনে সংকট বাড়ছে। নতুন এই মূল্য বৃদ্ধি জনগণের ঘাড়ে মূল্যস্ফীতির বোঝা হিসেবে চাপবে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এ কথা বলেন।

বিবৃতিতে মেনন-বাদশা বলেন, গত কয়েক বছরে দফায় দফায় গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। এবার নতুন করে দাম বাড়ানো হলে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। শুধু তাই নয় এই দাম বৃদ্ধির কারণে দেশীয় শিল্প হুমকির মুখে পড়বে। দেশীয় শিল্প উদ্যোক্তারা নিরুৎসাহী হবেন।

তারা আরো বলেন, বিইআরসির কাছে গ্যাস কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাব করার কোনো ভিত্তি নেই। দাম বাড়ানোর গণশুনানি একেবারেই অবৈধ ও গণবিরোধী। গ্যাস কোম্পানিগুলোর পরিচালনা ব্যয় ও সিস্টেম লস কমানোর কর্মসূচি গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শেয়ার অপশন: