Press "Enter" to skip to content

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ 

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আহত হয়েছেন অন্তত ৩৫জন।

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপিনাথপুর উত্তর পাড়ায় ঢাকাগামী সেবাগ্রীন বাসগাড়ীর সঙ্গে বাগেরহাটের ফকিরহাটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রিন্স নামে এক ব্যাংক কর্মকর্তাসহ ২জন নিহত ও ১ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার আনুমানিক ৬টার সময় এ ঘটনা ঘটে। গোপিনাথপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মো. হযরত আলী সাংবাদিকদের জানিয়েছে, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সেবাগ্রীন নামে একটি যাত্রীবাহী বাস আজ মঙ্গলবার ভোর ৬টায় গোপিনাথপুর উল্টরপাড়া পৌছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় বিপরিত দিক থেকে আসা বাগেরহাটের ফকিরহাটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রুপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা প্রিন্সসহ ২ জন নিহত ও ১জন আহত হয়।

অন্যদিকে, ঢাকা-বরিশাল মহাসড়কে গোপালগঞ্জের মকসুদপুরের ছাগলচিরায় মাদারীপুরের টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত ও অন্তত ৩৫জন আহত হয়েছে।

Mission News Theme by Compete Themes.