Sheersha Media

ব্রেকিং নিউজ

বিকাল ৩:৩৫ ঢাকা, বুধবার  ১৪ই নভেম্বর ২০১৮ ইং

গুলশানে হামলাকারী নিহত জঙ্গিদের লাশ দাফন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী পাঁচ জঙ্গি ও বেকারির শেফ সাইফুল চৌকিদারের লাশ অবশেষে দাফন করা হয়েছে।

নিহত হওয়ার প্রায় তিন মাস পর বৃহস্পতিবার বিকালে আঞ্জুমান মুফিদুল ইসলামের তত্ত্বাবধানে রাজধানীর জুরাইন কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী পরিচালক ইলিয়াস আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি গণমাধ্যমকে জানান, দুপুর ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ (সিএমএইচ) লাশগুলো মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবীরের  কাছে হস্তান্তর করে। এরপর লাশগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে তুলে দেয়া হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে তিনজন ও আঞ্জুমান মুফিদুল ইসলামের নয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ওই পাঁচ জঙ্গি হলো- রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর এ হায়াৎ কবীর, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল।

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে রাতভর জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি, ৩ জন বাংলাদেশি ও পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরে সকালে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর এক কর্মী নিহত হয়। এরপর থেকে এ ছয়টি লাশ সিএমএইচে ছিল।

সন্ধ্যা ৬টার দিকে আঞ্জুমান মুফিদুল ইসলামের ডিউটি অফিসার নিজের নাম উল্লেখ না করে টেলিফোনে জানান, দীর্ঘদিনেও নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লাশগুলো নিতে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন করেনি। তাই এসব লাশ আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে দাফন করা হলো।