Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ৪:২৬ ঢাকা, মঙ্গলবার  ১৩ই নভেম্বর ২০১৮ ইং

সড়ক দুর্ঘটনা
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, অনেকে আহত

গাজীপুরে কালীগঞ্জ উপজেলায় পিকআপ উল্টে বিলে পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার উলুখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত তিনজনের নাম পাওয়া গেছে, তারা হলেন-  ফরিদ মিয়া (৩৫), রেনু (৪০) ও ফরিদ (৩২)।

কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ গণমাধ্যমকে জানান, সকালে শ্রমিকরা পিকআপে করে নরসিংদী থেকে গাজীপুরে যাচ্ছিল। পথে উলুখোলা এলাকায় পিকআপটি নিয়স্ত্রণ হারিয়ে বিলে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।

FOLLOW US: