Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৮:৫৯ ঢাকা, মঙ্গলবার  ১৩ই নভেম্বর ২০১৮ ইং

গাছের সঙ্গে ধাক্কায় নিহত
গাছের সঙ্গে বাসের ধাক্কা, ফাইল ফটো

গাছের সঙ্গে বাসের ধাক্কা, পুত্রসহ চালক নিহত, আহত ২৫

হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কায় এক দুর্ঘটনায় বাসের চালক ও তার শিশু পুত্র নিহত হয়েছেন। বাসটির চালকের আসনে বসা ছিলেন বাবা। আর তার পাশেই বসে বাবার গাড়ি চালানো দেখছিল তার পুত্র শিশু জিহাদ। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শুক্রবার সকালে হবিগঞ্জের নবীগঞ্জের কান্দিগাও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানা জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি বাস শুক্রবার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাও নামক স্থানে পৌঁছলে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের চালক চট্টগ্রামের পতেঙ্গার বেলপাড়া এলাকার জসিম উদ্দিন (৩৫) ও তার পুত্র জিহাদ (৬)। নিহতদের লাশ উদ্ধার হাইওয়ে থানায় আছে। দুর্ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

FOLLOW US: