Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৮:৫৩ ঢাকা, সোমবার  ১৯শে নভেম্বর ২০১৮ ইং

গাঁজা সেবনের বৈধতা দিতে চিলির সংসদে বিল

চিলির সংসদে মারিজুয়ানা বা গাঁজা সেবনের বৈধতা নিয়ে বিল আনা হয়েছে। চিলি সংসদের নিম্ন কক্ষে এই বিলটি পাস হয়েছে।

বিলটিতে বলা হচ্ছে আমোদ-প্রমোদের সময়, চিকিৎসা ক্ষেত্রে ও আধ্যাত্মিক সাধনায় গাঁজা সেবন করা বৈধ।

তাছাড়া চিলির প্রতিটি বাড়িতে সর্বোচ্চ ৬টি গাঁজার গাছ রোপণ করা সম্ভব হবে।

বিলটি এখন দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ে পাঠানো হবে।

তারপর বিলটি সেখান থেকে অনুমোদিত হবার পর সংসদের উচ্চ কক্ষ সিনেটে পাঠানো হবে।

সিনেটে পাস হলেই চিলিতে মারিজুয়ানা বা গাঁজা সেবন ও উৎপাদন আইনত বৈধ হয়ে যাবে।

চিলিতে বর্তমানে মারিজুয়ানা বা গাঁজা সম্পর্কে যে আইন আছে তাতে যে কেউ গাঁজা বিক্রি, উৎপাদন ও পরিবহন করলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।

যদিও আইন প্রণয়ণকারীদের অনেকে এই আইনের সমালোচনা করেছেন। তারা বলছেন, এই আইন গাঁজা সেবনকারীদের আরও উৎসাহিত করবে।