প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ২০১৫ সালের শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মনোনীত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
লন্ডন থেকে প্রকাশিত দ্য ফিনান্সিয়াল টাইমস ম্যাগাজিন এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ২০১৫ সালের জন্য শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে মনোনীত করে।
প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় কৃষিবান্ধব এবং গ্রীন ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন, সামষ্টিক অর্থনীতি এবং সার্বিক ব্যাংকিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা পুন:প্রতিষ্ঠায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।

ফাইল ফটো