Press "Enter" to skip to content

খালেদার আবেদন হাইকোর্টে খারিজ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী ও ১নং সাক্ষী হারুন-অর-রশীদের সাক্ষ্য বাতিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে দেন।
আদালতে খালেদার আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এজে মোহাম্মাদ আলী, বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ব্যারিস্টার এহসানুর রহমান, অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন দুদুকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য না নেয়ার আবেদনের পরেও আদালত হারুনের সাক্ষ্য নেয়ায় তা বাতিল চেয়ে গত ১৪ জুন খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আবেদনটি করেছিলেন। ওই আবেদনের উপর সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার শুনানি করা হয়। শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য ছিল। এর আগে গত ২৫ মে হারুনের সাক্ষ্য বাতিল চেয়ে বিশেষ জজ আদালতে আবেদন করা হয়েছিল।

শেয়ার অপশন:
Don`t copy text!