Press "Enter" to skip to content

ক্যালিফোর্নিয়ায় বড় ধরনের এল নিনো ঝড়ের আঘাত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে মঙ্গলবার মৌসুমের প্রথম বড় ধরনের এল নিনো ঝড় আঘাত হেনেছে।
ঝড়ের প্রভাবে খরা কবলিত অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে কোন কোন এলাকায় বন্যা দেখা দিয়েছে ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ১.৪২ ইঞ্চি (৩.৬ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়েছে। এটা ১৯৭৯ সালের রেকর্ড ভেঙ্গে ফেলেছে। ওই বছর ১.৩২ ইঞ্চি (৩.৪সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়।
রাজ্যের অন্যান্য অংশেও ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে এবং আকস্মিক বন্যার ব্যাপারে সতর্ক করা হয়েছে। উপদ্রুত এলাকাগুলোয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সন্ধ্যার দিকে বৃষ্টিপাত কমে আসলেও পূর্বাভাসকারীরা জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সান ডিয়েগো অঞ্চলে মঙ্গলবার বিকেলে এই সতর্কবার্তা বলবৎ থাকবে। উপকূলীয় অন্যান্য নি¤œ এলাকার বাসিন্দাদের উঁচু এলাকায় চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
আসন্ন সপ্তাহগুলোতে ক্যালিফোর্নিয়ায় বেশ কয়েকটি এল নিনো ঝড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই বৃষ্টিপাত অঞ্চলটিতে চলমান ঐতিহাসিক খরা কাটিয়ে উঠতে খুব একটা সহায়ক হবে না।

শেয়ার অপশন: