Press "Enter" to skip to content

ওসির রুমে নির্যাতন: এএসপি-ওসিকে হাইকোর্টে তলব

এক আসামিকে থানা হেফাজতে নির্যাতনের ঘটনায় পটুয়াখালীর সার্কেল এএসপি সাইফুল ইসলাম ও বাউফল থানার ওসি আজম খান ফারুকীকে তলব করেছে হাইকোর্ট।

আগামী ২৭ ফেব্রুয়ারি তাদের স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে পুলিশের আইজিপিকে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।

নির্যাতনের শিকার হাফিজুর রহমান বিজয়ের মা জোছনা বেগমের আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

গত ১৪ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘ বাউফলে ওসির রুমে নির্যাতন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনটি যুক্ত করে হাইকোর্টে আবেদন করা হয়।

শেয়ার অপশন:
Don`t copy text!