Sheersha Media

ব্রেকিং নিউজ

দুপুর ২:১৭ ঢাকা, বৃহস্পতিবার  ১৫ই নভেম্বর ২০১৮ ইং

এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় পোল্যান্ডের নাগরিক আটক

ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় রাজধানীর গুলশান থেকে থমাস পিটার  নামে পোল্যান্ডের এক নাগরিককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃত ওই ব্যক্তিই এটিএম কার্ড জালিয়াত চক্রের মূলহোতা বলে জানা গেছে। ওই বিদেশিসহ বাংলাদেশি কয়েকজনকেও গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছেন। গত ১৪ ফেব্রুয়ারি ইউসিবি কর্তৃপক্ষ বনানী থানায় মামলা করে এজাহারের সঙ্গে সিসিটিভির ভিডিও জমা দেয়া হয়। ওই বিদেশি যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে, সেজন্য বিমান, নৌ ও স্থলবন্দরগুলোতে নজরদারি চালাতে অনুরোধ করা হয় ব্যাংকের পক্ষ থেকে।
atm1
এটিএম কার্ড জালিয়াতির প্রধান হোতা আছেন গোয়েন্দা পুলিশের কব্জায়। আটক হওয়ার পর সবিস্তারে সব খোলাসাও করেছেন তিনি। যিনি একজন বিদেশী নাগরিক। নাম তার থমাস। নকল নাম যুক্ত হয়ে এখন তার পুরো নাম থমাস পিটার। তার জবানিতেই বেরিয়ে এসেছে বিস্ময়কর সব জালিয়াতির ঘটনা। তিনি শুধু এখানে নয়, এর আগে নিজের দেশ পোল্যান্ডেও একই কাণ্ড ঘটিয়েছেন। একে একে রাশিয়া, ইউক্রেন, রোমানিয়াসহ আরও কয়েকটি দেশে এই বিষবৃক্ষ রোপণ করেন। এমনকি যেখানে এই অপকর্মের আখড়া গেড়েছেন সেখানেই স্থায়ীভাবে বসবাসের জন্য স্থানীয় নাগরিককে বিয়েও করেন। একইভাবে ঢাকায় থেকে যাওয়ার জন্য বাংলাদেশী এক হোটেল কর্মচারীকে বিয়ে করে বহাল-তবিয়তে সংসার পেতে বসেন। গেল সপ্তাহে তিনি পুত্র সন্তানের বাবাও হয়েছেন।