Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ৮:৪১ ঢাকা, শনিবার  ১৭ই নভেম্বর ২০১৮ ইং

খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন, ফাইল ফটো

উপজেলার গুরুত্বপূর্ণ শহরকে পৌরসভায় উন্নীত করন বিবেচনাধীন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমানে দেশের যে সব উপজেলা ও থানা পর্যায়ে গুরুত্বপূর্ণ বাজার ও শহর রয়েছে সেগুলোকে পৌরসভায় উন্নীত করার বিষয়টি শর্ত পূরণ সাপেক্ষে বিবেচনায় রয়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের মোঃ মনিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার (পৌরসভা আইন) ২০০৯ অনুযায়ী নতুন পৌরসভা গঠন করা হয়।

সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, মৌসুমে ফলে ফরমালিনসহ নানা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ দেশের ১১টি সিটি কর্পোরেশন নিয়মিত মোবাইল কোর্ট ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, দেশের পৌরসভাসমূহ জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট এবং ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, এ সব অভিযানের কারণে মৌসুমী ফলে ফরমালিনসহ নানা বিষাক্ত রাসায়নিকের ব্যবহার দিন দিন কমে আসছে।

Optimized with PageSpeed Ninja