Sheersha Media

ব্রেকিং নিউজ

বিকাল ৩:০৫ ঢাকা, সোমবার  ১০ই ডিসেম্বর ২০১৮ ইং

ফিলিস্তিনি বিক্ষোভকারীদের লক্ষ্য করে হামলা
ছবি: ডেইলি সাবা'র

‘ইসরাইলের ইচ্ছাকৃত লক্ষ্যবস্তু বিক্ষোভকারীরা’

গত সপ্তাহে ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজায় ইসরাইলি নিরাপত্তার বেড়াসংলগ্ন ফিলিস্তিনি বিক্ষোভকারীদের লক্ষ্য করে হামলা করেছে।

মঙ্গলবার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান এজেন্সির প্রধান পিয়ের ক্রেনবিউল এ কথা বলেছেন।

গাজা শহরে এক সংবাদ সম্মেলনে আহত বিক্ষোভকারীদের একজন কেরানবিহেল বক্তব্য রাখেন, তিনি ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলার ব্যাপারে এটি জঘন্য বলে মন্তব্য করেছেন।

কেরানবিহল বলেন, ইসরাইলি সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে প্রতিবাদকারীদের নিম্ন অঙ্গ, হাঁটু, পিঠ ও মাথা লক্ষ্য করে গুলি করে।

ইউএনআরডব্লিউএ প্রধানের মতে,এ ঘটনায় বিপুলসংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। অনেকের আঘাত গুরুতর প্রকৃতির। গাজার স্বাস্থ্য খাতের ব্যাপক অবনতি হয়েছে।

গত ১৪ মে গাজায় অন্তত ৬৫ নিরস্ত্র ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং হাজার হাজার আহত হয়েছেন।

১৯৪৮ সালে ইসরাইলের প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে বিক্ষোভের ঘটনা ঘটেছিল। ফিলিস্তিনিদের একটি ঘটনা “দ্য কাস্টাস্ট্রফ” হিসেবে উল্লেখ করা হয়েছে। যা জেরুজালেমে মার্কিন দূতাবাসের স্থানান্তর, যা একই দিনে ঘটেছিল।