Press "Enter" to skip to content

ইতালিতে সেতু ধস, অন্তত ৩০জন নিহত

ইতালির জেনোয়ায় একটি বিশালাকার সড়ক সেতুর একাংশ ধ্বসের ঘটনায় নিহতের সংখ্যা ৩০ এ দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় গণমাধ্যম। বিবিসি।

পুলিশ জানায়, সোমবার দুপুরে হঠাৎ বিকট শব্দে সেতুটির একাংশ ধসে পড়ে। বেশ কয়েকটি গাড়ি একশো মিটার ওপর থেকে নিচে পড়ে যায়। এ পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে হাসপাতাল সূত্র বলছে মৃতের সংখ্যা কয়েক ডজন হবে।

এ ঘটনাকে ‘মহা ট্রাজেডি’ হিসেবে বর্ণনা করেন, ইতালির সড়ক মন্ত্রী দ্যানিলো টনিনেল্লি।

সেতুটি নির্মাণ করা হয় ১৯৬০ সালে। এটি মোরান্দি ব্রিজ নামে পরিচিত।

এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকা।

শেয়ার অপশন:
Don`t copy text!