Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ১০:৩৭ ঢাকা, রবিবার  ১৮ই নভেম্বর ২০১৮ ইং

সম্প্রতি মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতদের ফাইল ফটো

‘ইউপি নির্বাচন: নিহত ১১৩, পঙ্গু ১০,০০০’- বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, ‘ছয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় ১১৩ জন নিহত ও ১০ হাজার জন পঙ্গু হয়েছেন। এই নির্বাচনের সব অনিয়ম ও সহিসংতার দায় নির্বাচন কমিশন ও সরকারের।’

শনিবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাত্ শেষে সেলিমা রহমান সাংবাদিকদের এ কথা বলেন। ষষ্ঠ ও শেষ ধাপের ইউপি নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগ জানাতে সেলিমা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়।

কমিশনের সঙ্গে সাক্ষাত্ শেষে সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন স্বাধীন নয়। তারা সরকারের হয়ে কাজ করছে। কমিশন স্বাধীন হলে সহিংসতা রোধ করা যেত। বিএনপি প্রতিবারই প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগের সুরাহা হয়নি। প্রধান নির্বাচন কমিশনার বারবার বলেছেন, তাঁরা ব্যবস্থা নিচ্ছেন, পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে সহিংসতা, অনিয়ম অব্যাহত আছে।

সেলিমা রহমান বলেন, ইউপি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হলো বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।