এলডিপির সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দল নয়। আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বেড়াচ্ছে তারা যুদ্ধের সময় কলকাতায় গিয়ে সিনেমা দেখে সময় কাটিয়েছে।
শনিবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা এলডিপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা হলাম প্রকৃত মুক্তিযোদ্ধার দল। আমি দেশ স্বাধীনের জন্য সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলাম।
এলডিপি নেতা মাহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, এলডিপি নেতা জসিম উদ্দিন ও এহছানুল কবির প্রমুখ।
এ সম্মেলনে মাহমুদুল হক চৌধুরীকে সভাপতি ও জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে সাতকানিয়া উপজেলা এলডিপির কমিটি ঘোষণা করেন অলি আহমদ।