Press "Enter" to skip to content

আশুলিয়ায় পুলিশ হত্যার দায় স্বীকার করেছে আইএস: সাইট

আশুলিয়ায় পুলিশের তল্লাশি চৌকিতে হামলা এবং পুলিশ হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। জঙ্গি সংগঠনগুলোকে পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট’ এমন খবর দিচ্ছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওই হামলার একদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ তাদের এক খবরে আজ বলছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের টহল চৌকিতে হামলার দায় স্বীকার করেছে আইএস।

যদিও পুলিশ বলছে তারা এখনো এই হামলার বিষয়ে কোনও ক্লু পায়নি।

ঢাকার গাবতলি এলাকায় তল্লাশির সময় দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে একজন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছিল দু’সপ্তাহ আগে। এরপর আশুলিয়ায় পুলিশ সদস্যের হতাহতের ঘটনা ঘটলো।

এর আগে সাইট ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেলা এবং রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডে আইএস এর দায় স্বীকারের খবর দিয়েছিল।

এরপর শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় ইসলামিক স্টেট দায় দায়িত্ব স্বীকার করে নিয়েছিল বলেও তারা খবর দেয়। তবে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনী বরাবর এ ধরনের দাবি নাকচ করে আসছে।

শেয়ার অপশন:
Don`t copy text!