Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৯:৪৫ ঢাকা, রবিবার  ১৮ই নভেম্বর ২০১৮ ইং

আলৌকিক ক্ষমতা মানলেন পোপ!

মাদার টেরেজের সন্ত উপাধির পথ মসৃণ করলেন পোপ ফ্রান্সিস। নোবেল বিজয়ী এই ক্যাথলিক মিসনারির আলৌকিক ক্ষমতার দ্বিতীয় ঘটনার স্বীকৃতি দিলেন তিনি।

সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, ইতালির ক্যাথলিক দৈনিক অ্যাভেনায়ার অনুযায়ী, দুরারোগ্য মস্তিষ্কের অসুখে আক্রান্ত মৃতপ্রায় এক ব্রাজিলিয়ানকে সারিয়ে তুলেছিলেন মাদার টেরেজা। ওই দৈনিকের আরও দাবি, বৃহস্পতিবার প্রয়াত মাদারের আলৌকিক ক্ষমতার প্রশংসাও করেছেন পোপ।

২০০৩ সালে মাদার টেরেজার আলৌকিক ক্ষমতার প্রথম ঘটনা মেনে নিয়েছিলেন তত্কালীন পোপ জন পল টু।

সূত্রের খবর, আগামী বছরেই সম্ভবত তাঁকে সন্ত বলে ভ্যাটিকানের তরফে ঘোষণা করা হবে। সেপ্টেম্বরে ক্যানোনাইজেশন সেরেমনির মাধ্যমে সম্পূর্ণ হবে এই প্রক্রিয়া। তবে ভ্যাটিকানের তরফে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।