Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ১০:২৮ ঢাকা, বুধবার  ২১শে নভেম্বর ২০১৮ ইং

আমাদের দিন শেষ-নতুন প্রজন্মের হাতে ক্ষমতা দিয়ে দিন: এরশাদ

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘নতুন প্রজন্মের হাতে ক্ষমতা দিয়ে দিন। আমাদের দিন শেষ হয়ে গেছে।’ সোমবার দলীয় এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
সোমবার গুলশানের একটি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির আঞ্চলিক নেতা-কর্মীদের সঙ্গে এক যৌথ সভায় ‘রওশনপন্থী’ নেতাদের ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘একটি দলের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো শৃঙ্খলা। এটা যারা ভঙ্গ করেছে, তাদের পরিণতি তোমরা দেখেছ। তারা জানে যে তৃণমূলে তাদের কোনো অবস্থান নেই। আমাদের কাছে তাদের কোনো মূল্য নেই।’
এর আগে রবিবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে জাতীয় পার্টির ৩১ জন এমপির এক বৈঠক থেকে দলের চেয়ারম্যানের উদ্দেশ্যে তিনটি দাবি জানানো হয়। তাদের দাবি- কো চেয়ারম্যান পদ থেকে জিএম কাদের ও মহাসচিব পদ থেকে রুহুল আমিন হাওলাদারকে প্রত্যাহার করতে হবে; রওশন এরশাদকে দলের কো চেয়ারম্যান করতে হবে এবং প্রেসিডিয়াম ও পার্লামেন্টারি কমিটির সঙ্গে আলোচনা না করে দলের চেয়ারম্যান কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এই দাবিগুলো পূরণ হওয়ার আগ পর্যন্ত দলের কোনো কর্মসূচিতে অংশ না নেয়ারও হুমকি দেওয়া হয় বৈঠকে উপস্থিত সদস্যদের স্বাক্ষরিত এক বিবৃতিতে। ওই সভার সভাপতি ছিলেন রওশন।
এরশাদ বলেন, ‘অনেকে ষড়যন্ত্র করেছে জাতীয় পার্টিকে নিঃশেষ করার জন্য। কিন্তু সফল হয়নি। কারণ জনগণ আমাদের ভালবাসে। আমি জানি, আজকের যৌথ সভায় যেন কেউ না আসে সেজন্য অনেক চেষ্টা করা হয়েছিল, টেলিফোন করা হয়েছিল।’

যৌথ সভায় উপস্থিত নেতা কর্মীদের পার্টি চেয়ারম্যান বলেন, ‘তিন বছর আগে বর্ধিত সভা হয়েছিল, আর দুই বছর আগে প্রেসিডিয়াম বৈঠক। একটা দল বাঁচে কী করে! এখনো যে জাতীয় পার্টি আছে তার কৃতিত্ব সম্পূর্ণ তোমাদের।’