Press "Enter" to skip to content

আপিলে রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপিলের পর সদ্য বিএনপিতে যোগ দেয়া গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সকালে আপিলের শুনানি শেষে কমিশনের ট্রাইব্যুনালে রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ফলে পটুয়াখালি-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তার নির্বাচন করতে বাধা থাকলো না।

এর আগে গত রবিবার সদ্য বিএনপিতে যোগ দেয়া গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে রনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী। এরপর নির্বাচন কমিশন বরাবর আপিল করেন গোলাম মাওলা রনি।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ও ২ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

শেয়ার অপশন:
Don`t copy text!