Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ৩:১০ ঢাকা, বুধবার  ১৪ই নভেম্বর ২০১৮ ইং

দুর্নীতি দমন কমিশন (দুদক)
দুর্নীতি দমন কমিশন (দুদক)

আত্মসাত: ব্যাংকের ডিজিএম গ্রেফতার

অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংক কাওরান বাজার শাখার সাবেক ডিজিএম মো. ইকবাল হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রাত দুইটার দিকে উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে জানিয়েছেন, পরষ্পর যোগসাজশে ভুয়া মর্টগেজ প্রদান এবং ডকুমেন্ট সৃজন করে অ্যাকোমোডেশনের মাধ্যমে ঋণের নামে ৪৯ কোটি ২৬ লক্ষ ২৪ হাজার ৯৭৫ টাকা আত্মসাৎ করেন মো. ইকবাল হোসেন। টাকা আত্মসাতের অভিযোগে দুদক-এর উপ-পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে গত ৪ঠা আগস্ট তেজগাঁও থানায় মামলা করেন। ওই মামলায় মো. ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।