Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৬:৪৬ ঢাকা, শুক্রবার  ১৬ই নভেম্বর ২০১৮ ইং

ফাইল ফটো

আগামীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ. লীগ ২০০ আসন

Like & Share করে অন্যকে জানার সুযোগ দিতে পারেন। দ্রুত সংবাদ পেতে sheershamedia.com এর Page এ Like দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন।

 

ফরিদপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। গতকাল বিকেলে ফরিদপুর শহরের আদমপুর প্রামাণিকপাড়া-সংলগ্ন মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। খন্দকার মোশাররফ বলেন, ৫ই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ১৫৩ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। বর্তমান সরকার দেশে যে উন্নয়নমূলক কাজ করছে এবং বিএনপির ভ্রান্তনীতির কারণে আগামীতে দেশে বিএনপির কোন অস্তিত্বই থাকবে না। তখন আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় করার জন্য কাউকে পাওয়া যাবে না। আগামী সংসদ নির্বাচনে আমরা ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হব। মন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া অবরোধ কর্মসূচি দিয়ে দেশের ক্ষতি করতে চাইলেও কোন লাভ হচ্ছে না। গাড়ি, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য কেন্দ্র সবই খোলা রয়েছে। তাই আসুন সুষ্ঠু রাজনীতি করেন, আওয়ামী লীগকে চাপে রাখেন, সমালোচনা করেন জনগণ আপনাকে মূল্যায়ন করবে। কুমার নদের ওপর নবনির্মিত একটি সেতুর উদ্বোধন উপলক্ষে এ জনসভার আয়োজন করে ফরিদপুর পৌর আওয়ামী লীগের ৭, ৮ ও ৯ নম্বর ওয়াার্ড আওয়ামী লীগ। ফরিদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জলিলের সভাপতিত্বে ব্রিজ উদ্বোধনী আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কোতোয়ালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন প্রমুখ।